ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ঢাবিতে ফজলুর রহমানের কুশপুতুল দাহ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, আগস্ট ২৪, ২০২৫
ঢাবিতে ফজলুর রহমানের কুশপুতুল দাহ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্যে ফুঁসে উঠেছেন অভ্যুত্থানপন্থি শিক্ষার্থীরা। তাকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তার কুশপুতুল দাহ করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ।

অন্যদিকে ছাত্রদলের নেতারাও বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন। তারা বিএনপির শোকজ নোটিশ শেয়ার করে বলছেন, চব্বিশের রক্তকে অপমান করার স্পর্ধা সহ্য করা হবে না।

রোববার (২৪ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ফজলুর রহমানের কুশপুতুল দাহ করে গণতান্ত্রিক ছাত্রসংসদ।

এরপর সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান বলেন, ফজলুর রহমান আগেও এমন মন্তব্য করেছেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো দলীয় ব্যবস্থা নিতে দেখা যায়নি। আজ নামকাওয়াস্তে শোকজ দেওয়া হয়েছে।

বৈষমযবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জাহিন সিনথিয়া আয়েশা বলেন, ফজলুর রহমানের বিচার জনসম্মুখে হওয়া উচিত। আমরা একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাঁড় করাতে চাই না। তার কার্যক্রমকে আমরা সন্দেহের চোখে দেখি। এটি তার ব্যক্তিগত বক্তব্য, নাকি দলীয় নির্দেশনা, তা খতিয়ে দেখা উচিত।

তিনি বলেন, ছাত্র-জনতা মাঠে নামার ঘোষণা দেওয়ার পর শোকজ করা হয়েছে। কিন্তু আমরা শোকজ নিয়ে ঘরে বসে থাকব না। সকল সাংগঠনিক পদ থেকে ফজলুর রহমানকে বহিষ্কারের দাবি জানাই। অন্যথায় জবাব ছাত্র-জনতা দেবে।

এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।