ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ফজলুল রহমানের গ্রেপ্তার দাবিতে বাড়ির সামনে অবস্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, আগস্ট ২৫, ২০২৫
ফজলুল রহমানের গ্রেপ্তার দাবিতে বাড়ির সামনে অবস্থান

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৫ আগস্ট) সরেজমিনে সেগুনবাগিচা ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে দেখা যায়, বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় স্লোগান লেখা কাগজ বিছিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

কেউ কেউ ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে স্লোগানও দিচ্ছেন।

অবস্থানরত জুলাইযোদ্ধা কে এম মামুন বাংলানিউজকে বলেন, বিএনপির সহসভাপতি ফজলুর রহমান আমাদের জুলাই আন্দোলনকে রাজাকারদের আন্দোলন বলছেন। এমনকি জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে অভিনেতা বলেছেন এবং কালো শক্তির উত্থান বলেছেন। যদি তাই হয়, কিছুদিন আগে কয়েকজন বিএনপির নেতার মুখে শুনেছিলাম, তারা বলেছেন জুলাই আন্দোলনের নায়ক হলো তারেক রহমান। যদি তারেক রহমান জুলাই আন্দোলনের নায়ক হন, তাহলে ফজলুর রহমানের কথা অনুযায়ী তারেক রহমান তাহলে ওই কালো শক্তির নায়ক হয়ে যান। এজন্য আমরা ফজলুর রহমানকে গ্রেপ্তার করার জন্য আমরা ফজলুর বাসার সামনে অবস্থান নিয়েছি।

তিনি বলেন, রোববার রাত আড়াইটা থেকে কনকর্ড টাওয়ারে সামনে আমরা এখানে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত তাকে প্রশাসন গ্রেপাতার করবে না, আমরা ততক্ষণ পর্যন্ত এখানে থাকব। পরবর্তীতে কঠোর কর্মসূচির দিকে যাব।

এ অবস্থান কর্মসূচিতে  সাধারণ ছাত্র জনতা। জুলাইযোদ্ধা, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’, ‘জুলাই রাজবন্দি’সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলেও জানান মামুন।

 বিএনপি নেতা ফজলুর রহমান জুলাইকে অবমাননা, জুলাই বিপ্লবকে কালো শক্তি বলে আপমানকরাসহ বিভিন্ন সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে বিএনপি থেকে গতকাল ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

ডিএইচবি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।