ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আ. লীগ মুক্তিযুদ্ধের নয়, টাউট-বাটপারের দল: ব্যারিস্টার ফুয়াদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, সেপ্টেম্বর ৫, ২০২৫
আ. লীগ মুক্তিযুদ্ধের নয়, টাউট-বাটপারের দল: ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

ঢাকা: আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল না, এটা ছেঁচড়া, টাউট বাটপার ডাকাতের দল বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগের ইনকিলাব কালচারাল সেন্টারে রাজনীতিতে বয়ান বনাম বয়ানের রাজনীতি বিষয়ক এককালাপ শিরোনামে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতির ফাউন্ডেশন জিয়াউর রহমান তৈরি করেছেন। দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সব শক্তিকে নিয়ে একটা রাজনৈতিক ফেনোমেনা তৈরি করতে হবে। সেই ফেনোমেনায় সব রাজনীতি থাকবে। মাল্টিপার্টি ডেমোক্রেসি থাকবে, সমালোচনা করার অধিকার থাকবে। চতুর্থ সংবিধান সংশোধনী, বাকশাল যা যা করেছে সবকিছুই জিয়াউর রহমান আনডু করলেন।  

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের বিএনপির একটা ন্যারেটিভ আছে, আওয়ামী লীগের একটা ন্যারেটিভ আছে। প্রত্যেকটি ন্যারেটিভের একটা কিছু ব্যক্তি আছে, হিরো আছে। আওয়ামী লীগ শেখ মুজিবকে বিক্রি করে। শেখ মুজিবকে বিক্রি করতে গিয়ে, মুক্তিযুদ্ধের অন্য যত নায়ক আছে সবাইকে নাই করে দিয়েছে।  

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা কোন দলে বেশি, আওয়ামী না বিএনপিতে?  বিএনপিতে বেশি। প্রতীকধারী, খেতাবধারী মুক্তিযোদ্ধা বিএনপিতে অনেক বেশি। কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল না। এটা ছেঁচড়া, টাউট বাটপার ডাকাতের দল।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করেও যদি মুক্তিযুদ্ধের পুরো মালিকানা নিতে পারে, তাহলে বিশ্বাস করেন, যদি আপনারা সতর্ক না থাকেন, ২৪ এর আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ এবং দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নেবে।

তিনি বলেন, সবকিছুকে সাদা চোখে দেখবেন না। দেশে নতুন করে ওয়ান ইলেভেনের নতুন নাটক মঞ্চস্থ করার চেষ্টা চলছে। ওয়ান ইলেভেন করতে হলে যেই যেই বয়ান প্রতিষ্ঠিত করতে হবে, যেই যেই গল্প বানাতে হবে, যে যে মানুষকে শত্রু বানাইতে হবে, সেসব কাজ দিনরাত চলছে।

কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, গত সপ্তাহে প্রচুর নড়াচড়া দেখছেন না, এ ওর সাথে দেখা করে, সে ওর সাথে দেখা করে, কেউ রিপোর্ট দিতে যায়, কেউ গোপনে মিটিং করে। প্রজাতন্ত্রের কর্মচারী, চাকর বাকর, যারা চাকরি করে তাদের এত মিটিং করা লাগে না। কর্মচারীদের এত মিটিং কেন। কারণ হলো সে ওয়ান ইলেভেনের নাটক তৈরির স্ক্রিপ্ট রেডি করছে।  

আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।