ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

হাসিনার শাসনামল দেশের ইতিহাসে জঘন্যতম অধ্যায়: মুজিবুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, সেপ্টেম্বর ৫, ২০২৫
হাসিনার শাসনামল দেশের ইতিহাসে জঘন্যতম অধ্যায়: মুজিবুর রহমান অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্য দিচ্ছেন

রাজশাহী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, মানুষ নিজের মতো করে আইন তৈরি করে-যেমনটি আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে। এটি বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় হয়ে থাকবে।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের উদ্যোগে ‘আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, গত ১৫ বছরে ক্ষমতার মোহে শত শত মানুষকে গুম, খুন ও নির্যাতন করা হয়েছে, যার কোনো হিসাব নেই। নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে শেখ হাসিনা নিজের মতো করে আইন প্রণয়ন ও বাতিল করেছেন। এজন্যই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহপ্রদত্ত আইন প্রয়োজন।  

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের প্রধান পূর্বশর্ত হচ্ছে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা। আল্লাহর রাসূল (সা.) ছিলেন সেই নেতৃত্বের প্রকৃষ্ট উদাহরণ। তাঁর রাষ্ট্র পরিচালনার নীতিই আমাদের পথনির্দেশনা হওয়া উচিত।  

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ডা. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এবং মহানগরী উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বেলাল হোসাইন।  

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাড. আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী সদর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার ও মহানগরী তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া।  

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।