ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ডাকসু নির্বাচন: যেভাবে ভোট দেবেন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, সেপ্টেম্বর ৬, ২০২৫
ডাকসু নির্বাচন: যেভাবে ভোট দেবেন ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেওয়ার নিয়ম উন্মোচন করেছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে এ ভিডিও প্রকাশ করা হয়েছে।

শিক্ষার্থীরা ৫টি ধাপে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। প্রথম ধাপে শিক্ষার্থীকে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে যে কোনো সময় নির্ধারিত ভোটকেন্দ্রে আসতে হবে। এরপর পোলিং অফিসার শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হবেন।

দ্বিতীয় ধাপে পরিচয় নিশ্চিত করার জন্য প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড অথবা পে-ইন-স্লিপ প্রদর্শন করবেন এবং অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড, বিশ্ববিদ্যালয় আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কার্ড প্রদর্শন করবেন।

তৃতীয় ধাপে শিক্ষার্থীর আঙুলে অমোচনীয় কালির দাগ দেওয়া হবে। শিক্ষার্থী ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করবেন এবং পোলিং অফিসারকে ভোটার নম্বর জানাবেন।

চতুর্থে ধাপে শিক্ষার্থী ব্যালট নিয়ে গোপন কক্ষে যেতে হবে। সেখানে মোবাইল ফোন অথবা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নাম ও নম্বর খুঁজে বের করতে হবে। তারপর প্রার্থীর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দেবেন শিক্ষার্থী। ঘরের বাইরে ক্রস চিহ্ন দেওয়া যাবে না। এবং পঞ্চম কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য দুইটি আলাদা ব্যালট বক্স থাকবে। ব্যালট পেপার কোনো ভাঁজ না করে সেগুলো জমা দিতে হবে।

নির্বাচনে ভোটারদের ভোটদানের উৎসাহিত করতে সভা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের প্রক্রিয়া দ্রুত করতে সেখানে ভোটারদের ভোটদানের প্রক্রিয়াও জানানো হবে।

চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ভোটাররা কীভাবে ভোট প্রদান করবেন এ বিষয়ে আমরা হল, অনুষদভিত্তিক চারটি সভা করব। এখানে আমাদের কমিশনের পক্ষ থেকে ভোটারদের ভোটদানের প্রক্রিয়া জানানো হবে। এছাড়া নির্বাচনে ভোটদানের প্রক্রিয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  এরই মধ্যে একটি ভিডিও ছাড়া হয়েছে। সেখানে ভোটদানের প্রক্রিয়া বিস্তারিত বলা হয়েছে।

তিনি বলেন, আমরা চাই না কোনো ছাত্র-ছাত্রী অযথা লাইনে দাঁড়িয়ে থাকবে অথবা বুথে সময় নষ্ট করবে। এতে ভোটিং প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমরা ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ রাখব—যার যতটুকু সময় লাগে, ততটুকু সময়ের মধ্যে ভোটদানের প্রক্রিয়া শেষ করে অন্যকে সুযোগ দেওয়ার জন্য। এই অনুরোধটুকু আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীদের প্রতি থাকবে।

এফএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।