ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

শিগগির হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন নূর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, সেপ্টেম্বর ৮, ২০২৫
শিগগির হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন নূর

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের তুলনায় আরও উন্নতি হয়েছে। খুব শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পরিচালক বলেন, ঘটনার দিন নুরুল হক নূরকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসক বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করা হয়। তার মূল সমস্যা ছিল নাকের হাড় ভেঙে যাওয়া, সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরদিন রক্তপাত বন্ধ হয়ে যায়। চোয়ালের হাড়ে ফ্র্যাকচার ছিল, যা জোড়া লাগতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। চোখে রক্ত জমাট ছিল, সেটিও কেটে গেছে। দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা হয়নি।

তিনি আরও বলেন, আমরা মাথার ইনজুরি নিয়ে বেশি চিন্তিত ছিলাম। প্রথম সিটিস্ক্যানে সামান্য রক্ত জমাট দেখা গেলেও দ্বিতীয় সিটিস্ক্যানে তা আর পাওয়া যায়নি। অনেকে বলছে, নুরুল হক নূরের মেমোরি লস হচ্ছে। কিন্তু নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের ইনজুরিতে মেমোরি লস হওয়ার সুযোগ নেই। বর্তমানে তার সামান্য জ্বর রয়েছে। তবে এতদিন কোনো জ্বর ছিল না। সম্ভবত এটি ভাইরাল জ্বর অথবা আঘাতের কারণেও জ্বর হতে পারে। এছাড়া তার ঠান্ডাজনিত অ্যালার্জির সমস্যা আগে থেকেই আছে। জ্বর সেরে গেলেই তাকে ছাড়পত্র দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে নুরুল হক নূর গুরুতর আহত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে নুরসহ অন্তত ৫০ জন আহত হন। প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।