ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সংবিধান প্রশ্নবিদ্ধ হয়, এমন কোনো উদ্যোগ না নেওয়ার আহ্বান: সালাহউদ্দিন আহমদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪১, সেপ্টেম্বর ১১, ২০২৫
সংবিধান প্রশ্নবিদ্ধ হয়, এমন কোনো উদ্যোগ না নেওয়ার আহ্বান: সালাহউদ্দিন আহমদ সালাহউদ্দিন আহমদ

সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।  

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই আহ্বান করেন।

এ সময় গণমাধ্যমকে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধন অত্যন্ত সংবেদনশীল বিষয়। এ জন্য আমরা সংসদীয় পদ্ধতিতেই এগিয়ে যেতে চাই। নির্বাহী আদেশ বা অধ্যাদেশ দিয়ে সাংবিধানিক পরিবর্তন সম্ভব নয়। ঐকমত্যভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে কীভাবে সেটা এখন আলোচনার বিষয়।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই গঠিত হয়েছে বলে মনে করে বিএনপি। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে সরকারের কাছে আহ্বান থাকবে। রাষ্ট্রপতির মাধ্যমে আপিল বিভাগের মতামত নিয়ে এই সরকার সংবিধান সংস্কার করলে ভবিষ্যতে তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

বিএনপি সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, এই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। তবে সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে নির্বাচিত সংসদের মাধ্যমেই এগিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছি।

২৯টি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনকে লিখিত মতামত দিয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাহী আদেশ, অধ্যাদেশ জারি, অফিস আদেশসহ মোটাদাগে ৬টি মতামত পাওয়া গেছে। কিছু বিষয়ে সামান্য ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছি, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের গঠনপ্রণালীতে আমাদের ভিন্নমত রয়েছে।

এসবিডব্লিউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।