আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ বলেন, সরকারপ্রধান ঘোষণা দেওয়ার পরও নুরুকে বিদেশে পাঠানো হয়নি। সরকারের একটি মহল মনে করছে, নুরকে বিদেশে পাঠালে সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তাই সরকার গড়িমসি করছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি। যদি গণ-অভ্যুত্থানের সরকারের আমলে নুরকে আক্রান্ত হতে হয়, নেতাকর্মীরা হাসপাতালের বিছানায় কাতরাতে থাকেন, তাহলে এই সরকারকে গণ-অভ্যুত্থানের সরকার বলা যায় না। আজ নুর আক্রান্ত হয়েছেন, কাল আপনাদের পালা আসবে।
হামলার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন রাশেদ খান। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, ও আইজিপির পদত্যাগ দাবি করেন। অন্যথায় সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচির হুমকি দেন।
তিনি আরও বলেন, হাসিনার ভারতে পালানোর জায়গা থাকলেও আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। আমাদের নিরাপত্তা যদি সরকার নিশ্চিত করতে না পারে, তাহলে এই সরকারকে বিদায় নিতে হবে। প্রয়োজনে আমরা নতুন সরকার গঠন করব। ”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল্লাহ ফাহিম, যুগ্ম সম্পাদক আবু হানিফ মাহফুজ খান, যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ২৯ আগস্টে আহত ইঞ্জিনিয়ার সম্রাট, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
ডিএইচবি/আরএইচ