ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ খেলাফত মজলিসের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, সেপ্টেম্বর ১৮, ২০২৫
সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ খেলাফত মজলিসের

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কি না, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের। তিনি বলেন, দেশে এখনো মাস্তানি, চাঁদাবাজি, লুণ্ঠনসহ সবকিছু চলছে।

এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হবে কি না আমাদের সন্দেহ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাফত মজলিসের ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।  

আহমদ আবদুল কাদের বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবেন। কিন্তু, দেওয়ার জন্য ব্যবস্থা আপনি করছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। পুলিশ ঠিকমতো এখনো কাজ করছে না। তাহলে আপনি নির্বাচন দেবেন কীভাবে? 

তিনি বলেন, এখনো মাস্তানি, চাঁদাবাজি, লুণ্ঠনসহ সবকিছু চলছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হবে কিনা আমাদের সন্দেহ আছে। তাই আমরা চাই, আপনারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচনের ব্যবস্থা করুন। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন। তাহলে সব দলমতের লোকেরা নির্বাচন করতে পারবে। নির্বাচনের মাধ্যমে যারা সরকারে আসবে, আমাদের কোনো আপত্তি নেই।  

তিনি আরও বলেন, নির্বাচনের যে প্রশ্ন আসছে, আমরা চাই ২০২৬-এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে। আমরা যেন-তেন নির্বাচন চাই না। আমরা চাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেশে বর্তমানে যে অবস্থা বিরাজমান, সেটিকে নরমাল করতে হবে। জনগণকে নিরাপত্তা দিতে হবে। জনগণকে অনিরাপদ রেখে নির্বাচন করা যেতে পারে না। নির্বাচনের আগেই এগুলো করতে হবে।  

খেলাফত মজলিসের এই নেতা বলেন, বিশেষ করে যারা ফ্যাসিবাদের দোসর, তাদের নির্বাচন থেকে দূরে রাখার ব্যবস্থা করতে হবে। তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। আমরা চাই, বাংলাদেশবিরোধী লোকেরা যাতে নির্বাচন করতে না পারে। ফ্যাসিবাদের দোসরদের বিচার করতে হবে।  

মহাসচিব বলেন, ৬ দফা বাস্তবায়নের জন্য আমরা এখানে সমবেত হয়েছি।  আমাদের প্রথম দফা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে জাতীয় নির্বাচন করতে হবে।  

তিনি বলেন সরকার সংস্কারের কাজ শুরু করেছে। তারা কমিশন গঠন করেছে, ঐকমত্যের মিটিং হয়েছে এবং অনেকগুলো আলোচনা হয়েছে। আমরা চাই এই বিষয়গুলো এ সরকারের আমলে বাস্তবায়ন করতে হবে।

সমাবেশ থেকে ছয়টি দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো— জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে হবে; পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে নির্বাচনের ব্যবস্থা করতে হবে; ফ্যাসিবাদী অপরাধের বিচার করতে হবে, ফ্যাসিবাদ ও তার দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করতে হবে; লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।    

খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির নায়েবে আমির আহমদ আলী কাসেমীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ডিএইচবি/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ