ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

জাতীয় যুব সংহতির আহ্বায়ক কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, অক্টোবর ৮, ২০২৫
জাতীয় যুব সংহতির আহ্বায়ক কমিটি গঠন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য ফকরুল আহসান শাহজাদা।

ঢাকা: জাতীয় যুব সংহতির একাংশের ১১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন অনুমোদন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য ফকরুল আহসান শাহজাদা।

বুধবার (৮ অক্টোবর) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সুপারিশক্রমে পূর্বের জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে জাতীয় পার্টির
 চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নতুন এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

নতুন আহ্বায়ক কমিটির নেতাদের বলিষ্ঠ নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে জাতীয় যুব সংহতিকে সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এ আদেশ এরই মধ্যে কার্যকর হয়েছে।

এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।