ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

বৃহস্পতিবার খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, জানুয়ারি ২১, ২০১৫
বৃহস্পতিবার খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে চলমান রাজনৈতিক নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।
 
বুধবার (২১ জানুয়ারি) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের পক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিতরণ করা ছাপানো লিফলেটে এ ঘোষণার কথা জানা যায়।


 
‘বেগম খালেদা জিয়ার প্রতি শ্রমজীবী মানুষের আহ্বান’ শীর্ষক লিফলেটে জানানো হয়, অনৈতিকভাবে ডাকা লাগাতার অবরোধ বুধবারের (২১ জানুয়ারি) মধ্যে প্রত্যাহার না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশান-২ এর খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাও করা হবে।
 
বিএনপিকে উদ্দেশ করে লিফলেটে উল্লেখ করা হয়, অবরোধের নামে পরিবহনে অগ্নিসংযোগ বন্ধ করতে হবে, পেট্রোল-বোমা নিক্ষেপ করে পরিবহনচালক ও সাধারণ যাত্রী হত্যা বন্ধ করতে হবে, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ বন্ধ করতে হবে এবং মানবতাবিরোধী জামায়াত-শিবিরের সঙ্গ ছাড়তে হবে।
 
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫/আপডেটেড: ১৩৫০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।