ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদাকে গ্রেফতারের দাবি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
খালেদাকে গ্রেফতারের দাবি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মন্ত্রীর আ ক মোজাম্মেল হক

ঢাকা: দেশে হরতাল ও পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক।
 
বুধবার (২১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, প্রাতিষ্ঠানিক ইউনিট সমন্বয় পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।


 
মন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশের সার্বভৌমত্ব নষ্ট করা এবং উন্নয়নের ধারাকে বন্ধ করতে পেট্রোল-বোমা মেরে মানুষ হত্যা করছে। তাই, আমরা সরকারের প্রতি অনতিবিলম্বে খালেদা জিয়াকে গ্রেফতার করে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।
 
আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ দেশের জনগণের নিরাপত্তা বিধান করা। তাই, নিরাপত্তা বিঘ্নকারী এসব বোমাবাজদের যদি তারা আটক করতে না পারে, তবে জনগণ মনে করবে, তারা দায়িত্বে অবহেলা করছে।
 
এ সময় মন্ত্রী দেশের ক্রান্তিলগ্নে দেশের সব মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে হামলাকারীদের ধরে আইনে সোপর্দ করার আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫/আপডেটেড: ১২২৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।