ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ডাকাতের সঙ্গে সংলাপ নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
ডাকাতের সঙ্গে সংলাপ নয় ছবি: রাশেদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম (আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ)

ঢাকা: ডাকাতদের সঙ্গে কোনো সংলাপ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি যে ধরনের কাজকর্ম করছে তা ডাকাত দলের মতো।

এই দলের নেত্রী খালেদা জিয়া দেশনেত্রী নন, তিনি পেট্রোল বোমানেত্রী।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া নিজ বাস ভবন ছেড়ে কেন গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নিয়েছেন, বা তিনি এমন কি করছেন যে পুরো দেশব্যাপী বোমা হামলাসহ নানান সহিংসতা চলছে।

অবরোধের গত ১৫ দিনে ৪০ জনের বেশি মানুষ হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এমনকি তাদের (২০ দলীয় জোটের) এই হত্যাযজ্ঞ থেকে রক্ষা পায়নি শিশুসহ অন্তঃসত্ত্বা মাও।

হাছান মাহমুদ বলেন, মানুষকে ভয় দেখানোর জন্যই তারা এ ধরনের কাজ করে যাচ্ছে। খালেদা জিয়া দেশনেত্রী নন, পেট্রোল বোমানেত্রী। যারা চোরাগোপ্তা হামলা করে মানুষ হত্যা করছে, তাদের দেখা মাত্র গুলি করা উচিত।

তিনি আরও বলেন, বর্তমানে সংলাপ নিয়ে বিভিন্ন কথা হচ্ছে কিন্তু তারা যে কাজ করছে, তা ডাকাতের কর্মকাণ্ডেরই অন্য নাম। সুতরাং ডাকাতদের সঙ্গে কোনো সংলাপ নয়।

এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, আমরা পুরো দেশব্যাপী এখন হত্যাযজ্ঞ দেখছি। অবরোধ-হরতালের নামে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের হত্যাযজ্ঞ চলছে। বিএনপি হরতাল-অবরোধের নামে মানুষ হত্যা করে তা কি ধরনের রাজনীতি করতে চায়, তা দেশের মানুষের আর বুঝতে বাকি নেই বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।