ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

খুলনায় হরতাল-অবরোধে পক্ষে বিপক্ষে মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, জানুয়ারি ২১, ২০১৫
খুলনায় হরতাল-অবরোধে পক্ষে বিপক্ষে মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: লাগাতার অবরোধ ও ৩৬ ঘণ্টা হরতালের পক্ষে ও বিপক্ষে বুধবার (২১ জানুয়ারি) খুলনা নগরীতে পৃথক স্থানে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও আওয়ামী লীগ।

সকালে হরতাল-অবরোধ সমর্থনে নগরীর পিটিআই মোড় থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি।



বেলা সাড়ে ১১টার দিকে নগরীর হাদীস পার্কের সামনে দলীয় কার্যালয় থেকে হরতাল ও অবরোধ বিরোধী মিছিল বের করেছে ছাত্রলীগ। মহানগর ছাত্রলীরের নেতা আছাছুজ্জামান রাসেলের নেতৃত্বে  মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কর্যালয়ের সামনে এসে শেষ হয়।

এদিকে হরতাল-অবরোধের কারণে খুলনা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে লঞ্চ ও ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। নগরীতে রিকশা, অটোরিকশা ও ইজিবাইক চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকে কর্মজীবীদের চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু দোকানপাট খুলতে শুরু করেছে।

নগরীর কয়েকটি স্থানে পিকেটিং ,ককটেল বিস্ফোরণ, ইজিবাইক ভাঙচুর হয়েছে বলে জানা গেছে।

নগরীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ) সন্ধ্যা থেকে বুধবার (২১ জানুয়ারি ) সকাল পর্যন্ত মহানগরীর ৮ থানা এলাকায়  ২০ জনকে আটক করেছে পুলিশ।

খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি হত্যার প্রতিবাদে বিএনপি ঢাকা ও খুলনায় বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল ঘোষণা দেয়।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।