ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

বকশীবাজারে ছাত্রদলের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, জানুয়ারি ২১, ২০১৫
বকশীবাজারে ছাত্রদলের মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা ধর্মঘটের সমর্থনে রাজধানীর বকশীবাজার এলাকায় মিছিল করেছে ছাত্রদল।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় মিছিলটি বকশীবাজার থেকে বের হয়ে টিএসসি অভিমুখে রওনা হয়।

কিছুদূর যাওয়ার পর পুলিশের বাধার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আলমগীর হাসানের নেতৃত্বে মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১০-১৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে বুধ (২১ জানুয়ারি) ও বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।