ঢাকা: দেশে হরতাল ও পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারার দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার এখন সময়ের দাবি, জনগণের দাবি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বুধবার (২১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক শান্তি সমাবেশ ও সাদা পতাকা মিছিলে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার ডাকা অবৈধ হরতাল ও অবরোধে খেটে খাওয়া মানুষ ও হকারদের এখন বাঁচা-মরার সমস্যা। তারা বাধ্য হয়ে আজ এখানে সমাবেশ ও মিছিল করতে এসেছে। যারা দিন আনে দিন খায়, তাদের জীবন আজ যায়-যায় অবস্থা। তাই সর্বস্তরের মানুষ আজ রাস্তায় নেমে এসেছে। যারা তাদের পেটে লাথি দিচ্ছে তাদের শাস্তি দাবি করছে।
তিনি আরও বলেন, এসব দুর্বৃত্তদের প্রতিহত করতে সাধারণ জনগণ আজ খালেদার গ্রেফতার দাবি করছে। খালেদার গ্রেফতার আজ সময়ের ও জনগণের গণদাবিতে পারিণত হয়েছে। কারণ খালেদা বোমা মেয়ে মানুষ হত্যাকারীদের হুকুমদাতা। এ পর্যন্ত সারাদেশে ৩৮ জন মানুষকে তার হুকুমে বোমা মেরে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমি সাধারণ মানুষের এ দাবির সঙ্গে একাত্বতা ঘোষণা করছি।
মোফাজ্জল হোসেন বলেন, খালেদা জিয়া বাড়ি ছেড়ে অফিসে গিয়ে মানুষকে ধোকা দিচ্ছ্নে। সেখান থেকে তিনি মানুষ হত্যার হুকুম দিচ্ছেন। তাকে গ্রেফতার না করা হলে দেশে আরও হত্যা হবে। তাই খালেদা জিয়া ও তার দোসর জামায়াত-শিবিরকে গ্রেফতার করে যথাযথ শাস্তির দাবি করছি।
বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার কোথাও হরতাল হচ্ছে না। খালেদা জিয়া মিথ্যাবাদী। তিনি বিশ্ব টাউট। এ রকম টাইট ব্যক্তির রাজনীতি করার কোনো অধিকার নেই।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
** খালেদাকে গ্রেফতার ছাড়া উপায় নেই