ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার গ্রেফতার সময়ের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
খালেদার গ্রেফতার সময়ের দাবি ছবি: রাশেদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে হরতাল ও পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারার দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার এখন সময়ের দাবি, জনগণের দাবি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
 
বুধবার (২১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক শান্তি সমাবেশ ও সাদা পতাকা মিছিলে তিনি এ কথা বলেন।

‘ব্যবসায়ীদের হরতাল-অবরোধের আওতামুক্ত রাখা ও সন্ত্রাসী বোমাবাজদের গ্রেফতার দাবিতে’ এ সমাবেশ ও মিছিলের আয়োজন করে বাংলাদেশ হকার্স ফেডারেশন।
 
এ সময় মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার ডাকা অবৈধ হরতাল ও অবরোধে খেটে খাওয়া মানুষ ও হকারদের এখন বাঁচা-মরার সমস্যা। তারা বাধ্য হয়ে আজ এখানে সমাবেশ ও মিছিল করতে এসেছে। যারা দিন আনে দিন খায়, তাদের জীবন আজ যায়-যায় অবস্থা। তাই সর্বস্তরের মানুষ আজ রাস্তায় নেমে এসেছে। যারা তাদের পেটে লাথি দিচ্ছে তাদের শাস্তি দাবি করছে।
 
তিনি আরও বলেন, এসব দুর্বৃত্তদের প্রতিহত করতে সাধারণ জনগণ আজ খালেদার গ্রেফতার দাবি করছে। খালেদার গ্রেফতার আজ সময়ের ও জনগণের গণদাবিতে পারিণত হয়েছে। কারণ খালেদা বোমা মেয়ে মানুষ হত্যাকারীদের হুকুমদাতা। এ পর্যন্ত সারাদেশে ৩৮ জন মানুষকে তার হুকুমে বোমা মেরে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমি সাধারণ মানুষের এ দাবির সঙ্গে একাত্বতা ঘোষণা করছি।
 
মোফাজ্জল হোসেন বলেন, খালেদা জিয়া বাড়ি ছেড়ে অফিসে গিয়ে মানুষকে ধোকা দিচ্ছ্নে। সেখান থেকে তিনি মানুষ হত্যার হুকুম দিচ্ছেন। তাকে গ্রেফতার না করা হলে দেশে আরও হত্যা হবে। তাই খালেদা জিয়া ও তার দোসর জামায়াত-শিবিরকে গ্রেফতার করে যথাযথ শাস্তির দাবি করছি।
 
বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার কোথাও হরতাল হচ্ছে না। খালেদা জিয়া মিথ্যাবাদী। তিনি বিশ্ব টাউট। এ রকম টাইট ব্যক্তির রাজনীতি করার কোনো অধিকার নেই।
 
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

** খালেদাকে গ্রেফতার ছাড়া উপায় নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।