ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কক্সবাজারে পেট্রল বোমাসহ ২ শিবির কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
কক্সবাজারে পেট্রল বোমাসহ ২ শিবির কর্মী আটক

কক্সবাজার: কক্সবাজারের শহরে ৪টি পেট্রোল বোমাসহ ছাত্র শিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) ভোর ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বার্মিজ মার্কেটের এলাকার ভাইভাই ম্যানশন নামে একটি ভবনের ৫ম তলায় অবস্থিত শিবির নিয়ন্ত্রিত ছাত্রাবাস থেকে তাদেরকে আটক করা হয়।



আটকরা হলো- কক্সবাজার সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র শহর শিবিরের সাংগঠনিক সম্পাদক ইউনুছ ( ২২ ) ও একই কলেজের বিএ পরিক্ষার্থী শহর শিবিরের সাথী প্রার্থী আব্দুল্লাহ ( ২২)।

এর মধ্যে ইউনুছ উখিয়া উপজেলার ভালুকিয়ার শাহ আলমের ছেলে এবং আব্দুল্লাহ সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পালাকাটা গ্রামের নুরুচ্ছফার ছেলে।

আটক আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, তিনি শিবির নেতা রাশেদের মাধ্যমে এ ছাত্রাবাসে ২০দিন আগ থেকে অবস্থান করছেন। আব্দুর রহিম নামে একজন পেট্রল বোমাগুলো বানিয়েছে। এছাড়া ১০টির মতো পেট্রল বোমা নিয়ে আব্দুর রহিম মঙ্গলবার রাত ১১টার দিকে ছাত্রাবাস থেকে বেরিয়েছে।

আটক ইউনুছ জানান,  সংগঠনের পক্ষ থেকেই ছাত্রাবাসের ভাড়া দেওয়া হয়। এখানে কি কাজ করা হবে তা নেতারাই ঠিক করে দেন।

কক্সবাজার সদর থানার সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বাংলানিউজকে জানান, শহরে ব্যাপক নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছে শিবির, এমন একটি তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।