যশোর: পেট্রোল বোমা ও পাইপ গান তৈরির সরঞ্জামসহ যশোরের কেশবপুর উপজেলা শিবিরের সভাপতি আল আমিন গোলদারকে (২৪) আটক করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা শহরের আহলে হাদীস মসজিদের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক আল আমিন গোলদার কেশবপুর উপজেলা ছাত্রশিবিরের পশ্চিম শাখার সভাপতি। তিনি খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলার কালিয়ানাত্রী গ্রামের গোলদার বাড়ির আলতাফ হোসেনের ছেলে এবং কেশবপুর আলীয়া মাদ্রাসার কামিলের ছাত্র।
তার কাছ থেকে দু’টি পাইপগান তৈরিতে ও নাশকতার কাজে ব্যবহৃত জিআই পাইপ, দেশিয় দা, সিডি ক্যাসেট, বিপুল পরিমাণ জেহাদি বই, বিভন্ন ধরনের পোস্টার, পেট্রলসহ ২টি ককটেল বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে। এ ব্যাপারে কেশবপুর থানায় মামলা হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে শিবিরের কয়েকজন নেতাকর্মী শহরের ওই এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে শিবির নেতা আল আমিনকে আটক করলেও তার সঙ্গীরা পালিয়ে যায়। এসময় আল আমিনের কাছে পেট্রোল বোমা ও পাইপ গান তৈরির সরঞ্জাম পাওয়া যায়।
পর তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলা শিবিরের কার্যালয় থেকে দলীয় ব্যানার ও লিফলেট উদ্ধার করা হয় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫/আপডেটেড ১৭২৯