ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
সিলেটে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল উদ্ধার ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে পরিত্যক্ত অবস্থায় চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।



বুধবার (২১ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে নগরীর তাঁতীপাড়া ও মদিনা মার্কেট থেকে ককটেল চারটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,তাঁতীপাড়া দিশারী ৪১ নং বাসায় খেলতে গিয়ে ২টি ককটেল কুড়িয়ে পায় শিশুরা। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ককটেলগুলো উদ্ধার করে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
 
এছাড়া প্রায় একই সময়ে নগরীর শাহী ঈদগাঁহ হাজারীবাগ এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বদরুজ্জামান সেলিমের বাসার সামনের কলোনি থেকে পরিত্যক্ত অবস্থায় আরো দু’টি ককটেল পাওয়া যায়।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।