ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

সিলেটে হরতাল ডেকে লাপাত্তা বিএনপি নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, জানুয়ারি ২১, ২০১৫
সিলেটে হরতাল ডেকে লাপাত্তা বিএনপি নেতারা

সিলেট: হরতাল ডেকেও মাঠে নেই সিলেট বিএনপির নেতারা। বরাবরের মতো দিনভর হরতালে নেতাদের কাউকে মাঠে দেখা যায়নি।



বুধবার (২১ জানুয়ারি) সকাল সন্ধ্যা হরতালে দিনের শুরুতে ছাত্রদলের কিছু নেতাকর্মী রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। তবে বিএনপি নেতারা ছিলেন মাঠছাড়া।

সরেজমিনে দেখা যায়, হরতাল চলাকালে সিলেটে জনজীবন স্বাভাবিক ছিল। নগরী ও জেলার আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচলও ছিল স্বাভাবিক। এছাড়া ট্রেনও ছেড়েছে যথাসময়ে।

হরতাল কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগরীর বিভিন্ন স্থানে ছিল সতর্ক প্রহরায়। পাশাপাশি বিজিবির সদস্যরাও নগরীতে টহলে ছিলেন।

গণগ্রেফতার, বিজিবিসহ বিভিন্ন বাহিনী প্রধানের নির্বিচারে গুলির নির্দেশের প্রতিবাদ, গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি ও নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে দেওয়ার দাবিতে ২০ দলীয় জোটের পক্ষ থেকে বুধবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।