ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

বৃহস্পতিবার ফেনীতে সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, জানুয়ারি ২১, ২০১৫
বৃহস্পতিবার ফেনীতে সকাল-সন্ধ্যা হরতাল

ফেনী: ফেনীতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জাতীয়তাবাদী সাইবার ইউজার দল ফেনী জেলা।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সংগঠনটির জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞিপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।


 
এতে উল্লেখ করা হয়, ফেনী জেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক শরিফুল ইসলাম রাসেলকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার ফেনীতে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান করা হলো।
 
এর আগে মঙ্গলবার রাতে শারিফুল ইসলাম রাসেলকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। রাসেলের বিরুদ্ধে অবরোধে গাড়ি ভাঙচুর, বিচারপতির বাড়িতে আগুন দেওয়াসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।