ঢাকা: বিএনপি-জামায়াতের সহিংস হরতাল-অবরোধ কর্মসূচিকে ‘মনুষ্য-সৃষ্ট দুর্যোগ’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মনুষ্যসৃষ্ট সব দুর্যোগ মোকাবেলা করেই দেশ সামনে এগিয়ে যাবে।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
দীর্ঘ ৩০ বছর বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিকল্পনা কমিশনের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে ১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতির সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, অর্থপ্রতিমন্ত্রী আব্দুল মান্নান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব, পরিকল্পনা সচিব প্রমুখ।
বৈঠকে প্রধানমন্ত্রী সরকারের পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন।
বৈঠক শেষে প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এক সময় প্রাকৃতিক দুর্যোগই ছিল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে একমাত্র বাধা। এখন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্যসৃষ্ট উন্নয়নে বাধা সৃষ্টি করছে। সব দুর্যোগ মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে এবং দেশ এগিয়ে যাবে।
আত্মনির্ভরশীল জাতি গঠনে পরের ওপর নির্ভরশীল না থেকে নিজস্ব সম্পদ ব্যবহারের পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিকল্পনা কমিশনকে আরো শক্তিশালীর করার কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি আইএমইডি ও পরিসংখ্যান ব্যুরোর কার্যালয় জেলা পর্যায়ে বিস্তার করা এবং এ দুটি বিভাগকে আরো শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে পরিকল্পনা কমিশনের সদস্য ও বিভাগীয় প্রধানদের পদমর্যাদা বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে।
আগামী জুনে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ শেষ হবে এবং জুলাই থেকে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে।
বৈঠকে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয় ও কীভাবে তা বাস্তবায়ন হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
স্বাধীনতার লাভ করার পর পরই যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বনামধন্য অর্থনীতিবিদদের নিয়ে পরিকল্পনা কমিশন গড়ে তোলেন।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
** দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর