ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসি মোড় এলাকায় চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা। এ ঘটনায় ৫ জন আহত হন।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে টিএসসির সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে ডা. মিলন চত্বরে একটি ককটেল বিস্ফোরিত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ক্যাম্পে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক জহিরুল ইসলাম ও ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক গোলাম বাকি চৌধুরী (২৮), নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্র মো. ওয়াতিন মোহাম্মদ হক (২৪), অগ্রণী ব্যাংক মতিঝিল শাখার সিনিয়র অফিসার জাকির হোসেন (৩০) এবং মিরপুর শেওড়াপাড়া অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মো. রাসেল আলম (৩১) এবং আহত হন। পরে তারা ঢামেক জরুরি বিভাগে এসে চিকিৎসা নেন।
জাকির হোসেন বাংলানিউজকে বলেন, টিএসসি মিলন চত্বর মোড়ে মোটরসাইকেল থামিয়ে আমি, ওয়াসিম এবং রাসেল কথা বলছিলাম। এসময় ককটেল বিস্ফোরণ ঘটলে ওয়াসিমের বাম গালে, আমার হাতে ও দুই পায়ে এবং রাসেলের বাম হাঁটুর নিচে ঝলসে যায়।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫ আপডেট সময়: ২০২২ঘণ্টা