ঢাকা: দিন শেষ হয়েছে বলে প্রতিশোধ নেওয়ার জন্য পেট্রোল-বোমা মেরে সাধারণ মানুষ হত্যা করছে খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
রাজধানীর মিরপুর ১০ নম্বর রোকেয়া সরণি বাউন্ডারি রোডে বিএনপির ডাকা হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দলের শান্তি-সমাবশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমেদ মজুমদার।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের কোথাও হরতাল-অবরোধ নেই। শুধু সাধারণ মানুষের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে মার্শাল ল’ থাকতো উল্লেখ করে তিনি বলেন, আজ গণতন্ত্র আছে বলেই এখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি। শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিকভাবে দেশে উন্নয়ন হচ্ছে।
খালেদা জিয়া আন্দোলন করতে চান ভালো কথা। কিন্তু আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা করেন কেন প্রশ্ন রাখেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, খালেদার ডাকে বিএনপির নেতাকর্মীরা মাঠে আসে না বলেই তিনি অবরোধ দিয়ে গুলশান কার্যালয়ে শুয়ে আরাম করছেন।
তিনি বলেন, আন্দোলন আমরা করেছি রাস্তায় থেকে। পুলিশের আঘাত খেয়েছি। তবুও রাজপথ ছাড়ি নি। কিন্তু বিএনপির নেতাকর্মীরা লাঠির আঘাতের আগেই প্যান্ট খুলে পালায়।
খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, মাথা ঠাণ্ডা করে আন্দোলন করুন। না হলে জনগণ দাবি করলে আপনাকেও গ্রেফতার করা হবে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন- ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসনে চৌধুরী মায়া ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫