ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদাকে নির্বাসনে যেতে বললেন শামীম ওসমান

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
খালেদাকে নির্বাসনে যেতে বললেন শামীম ওসমান

সংসদ ভবন থেকে: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, খালেদা জিয়ার উচিত রাজনীতি ছেড়ে নির্বাসনে যাওয়া। তারেক রহমানের মতো সন্ত্রাসী পুত্র আর যেন কারও না হয় বলেও মন্তব্য করেন তিনি।



বুধবার (২১ জানুয়ারি) রাতে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন শামীম ওসমান।

বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেনকে ইঙ্গিত করে আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য বলেন, একজন আইনজীবী কথায় কথায় জ্ঞান দেন॥ নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন এক ইহুদির কাছে, তিনি জামায়াত-শিবিরের পক্ষে অবস্থান নিয়েছেন। ’

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুলকে ইঙ্গিত করেও বিরূপ মন্তব্য করেন তিনি।
 
এর আগে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী বলেন, আন্দোলনের নামে যারা পেট্টোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে তাদের ধিক্কার জানাই। তাদের অনুরোধ করবো, আপনাদের যৌক্তিক দাবি তুলে ধরুন। জনগণকে জিম্মি করবেন না। সরকারকেও বলবো, আন্দোলন-সংগ্রামের পরিক্রমায় আপনাদের জন্ম, আপনাদের কাছ থেকে জনগণ সংবেদনশীলতা আশা করে। কোনো অজুহাত, বক্তব্য বা প্রেস ব্রিফিং নয়, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনুন।
 
আরেক স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিম বলেন, হরতাল-অবারোধের কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা পথে বসছেন। অবিলম্বে নাশকতার বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
 
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।