খুলনা: আইন-শৃঙ্খলাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে খুলনা বিভাগের ১০ জেলায় নিরুত্তাপভাবে পালিত হচ্ছে টানা ৩৬ ঘণ্টার হরতাল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হরতালের দ্বিতীয় দিনে ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত কোথাও ২০ দলের নেতাকর্মীদের মিছিল কিংবা অন্য কোনো কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি।
হরতালের বিপক্ষেও কোনো মিছিল-সমাবেশ করেনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
প্রচণ্ড শীতে ভোর থেকেই রাস্তায় মানুষ ও যানবাহনের সংখ্যা কম। কিছু সংখ্যক রিকশা, টেম্পু ও ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।
এছাড়া শিডিউল বিপর্যয়ের মধ্যে চলছে রেল ও লঞ্চ। জেলার বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার যানবাহন ছাড়তে দেখা যায়নি।
এদিকে অবরোধ ও হরতালে নাশকতা মোকাবিলায় নগরী ও জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সারা দেশে বিএনপিসহ জোটের নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যার প্রতিবাদে ঢাকা ও খুলনা বিভাগে বুধবার (২১ জানুয়ারি) থেকে টানা ৩৬ ঘণ্টা হরতালের ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫