সিলেট: সিলেটে যাত্রীবাহী দু’টি বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে ও একই সড়কের সিরাজউদ্দিন একাডেমির সামনের রাস্তায় দুর্বৃত্তরা এ তাণ্ডব চালায়।
প্রত্যক্ষদর্শী ও বাস যাত্রীরা জানান, জকিগঞ্জ থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাস (সিলেট –১১-০০১৩) গোলাপগঞ্জের হিলালপুর এলাকায় পৌঁছলে মোটরসাইকেল আরোহী কয়েকজন অস্ত্রের মুখে বাস যাত্রীদের নামিয়ে দেয়। এরপর গানপাউডার ছিটিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান শিবলী বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
একই সময়ে ওই সড়কের সিরাজউদ্দিন একাডেমির সামনে যাত্রীদের নামিয়ে আরেকটি বাসে (সিলেট ব-১১-০০৪৩) গানপাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুবৃর্ত্তরা।
সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়ি দু’টি পুড়ে ছাই হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫