মেহেরপুর: মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে গাংনীতে নয়জন, সদরে চারজন ও মুজিবনগরে একজন রয়েছেন।
এরা হলেন- বাঁশবাড়িয়া গ্রামের গোলাম মোস্তফা (৫৫), একই গ্রামের ছলেমান আলীর ছেলে রহেদ আলী (৩০), আজিমুদ্দীনের ছেলে ফারুক হোসেন (৩০), কাজিপুর গ্রামের ইনতাজুলের ছেলে আব্বাস আলী (২৫), আবুল হোসেন (৩৩), কল্যাণপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে মাসুদ রানা (২৯), গাড়াডোব গ্রামের শাহজামালের ছেলে আবু হুসাইন (২৪) ও সানঘাট গ্রামের আজিজুল হকের ছেলে মুকুল হোসেন (৩১)।
মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে সুমন হোসেন (২৬) ও রাসেল রানা (২৩), নতুনপাড়া এলাকার সুজন আলীর ছেলে নাসিম হোসেন (২২) ও কালিগাংনী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে কামাল হোসেন (৩০), কুষ্টিয়া জেলার দৌলতপুরে ধর্মদহ গ্রামে মহসিন আলীর ছেলে সাইদুর (৩৫) ও মুজিবনগর উজেলার বিশ্বনাথপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে হাবিবুর বরমান (২৫)।
মেহেরপুর পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বাংলানিউজকে জানান, হরতাল ও অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় এসব নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তিনি জানান, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম ও সদর থানার ওসি আহসান হাবীবের নেতৃত্বে পুলিশের একাধিক টিম বুধবার রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব নেতাকর্মীদের আটক করে। আটক সবাই বিএনপি ও জামায়াত নেতাকর্মী।
বৃহস্পতিবার কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানোর হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫