ঝালকাঠি: ঝালকাঠি জেলা বিএনপির সহ-সভাপতি মিঞা আহম্মেদ কিবরিয়াসহ ৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে দু’টি পৃথক মামলা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) গভীররাতে পুলিশ বাদী হয়ে ঝালকাঠি ও নলছিটি থানায় মামলা দু’টি দায়ের করে।
এ ঘটনায় রাতেই মো. বাবলু হাওলাদার ও নান্নু খান নামে বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
নলছিটি ও ঝালকাঠি থানা পুলিশ বাংলানিউজকে জানান, বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটির দপদপিয়া চৌমাথায় মঙ্গলবার রাতে আবদুল্লাহ পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় জেলা বিএনপির সহ-সভাপতি মিঞা আহম্মেদ কিবরিয়াসহ ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বৈদারাপুর নামক স্থানে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ঝালকাঠি থানা বিএনপির ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এসএম মাকসুদুর রহমান বাংলানিউজকে বলেন, বিএনপির কোনো নেতাকর্মীকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অপরদিকে, ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার বাংলানিউজকে বলেন, গ্রেফতার হওয়া দু’জনকে বিকেলে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫