ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মির্জা ফখরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
মির্জা ফখরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একটি মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হকের আদালত।

বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র বাংলানিউজকে জানান, মির্জা ফখরুল কারাগারে আটক থাকায় গ্রেফতারি পরোয়ানার কপি কাশিমপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ ও আওয়ামী লীগকে ‘খুনির দল’ বলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে গত বছরের ১ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের সহ সভাপতি নূর আলম সিদ্দিকী।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঘটনাটি তদন্ত করে গত বছরের ১৫ ডিসেম্বর প্রতিবেদন জমা দিতে পল্টন থানার ওসিকে নির্দেশ দেন।

১৫ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয় পল্টন থানা পুলিশ। প্রতিবেদনে ঘটনাটির সত্যতা পাওয়ায় ১৮ ডিসেম্বর মামলাটি আমলে গ্রহণ করে মির্জা ফখরুলকে হাজির হতে সমন জারি করেন আদালত। কিন্তু তিনি হাজির না হওয়ায় বা তার কোনো আইনজীবী এ বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৪ আগস্ট নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ ও আওয়ামী লীগকে ‘খুনির দল’ আখ্যা দিয়ে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। যা মিথ্যা, বানোয়াট ও মানহানিকর এবং দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।