খুলনা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচির সমর্থনে খুলনায় মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নগরীর পিটিআই মোড় থেকে দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মিছিলটি বের হয়।
তবে বেলা ১১টা পর্যন্ত নগরীর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খুলনায় হরতালের দ্বিতীয় দিন চলছে।
হরতাল-অবরোধের কারণে খুলনা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে লঞ্চ-ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই নগরীতে রিকশা, অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলতে শুরু করেছে।
নগরীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপিসহ জোট নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যার প্রতিবাদে ঢাকা ও খুলনা বিভাগে বুধবার (২১ জানুয়ারি) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা হরতালের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫