ঢাকা: ২৪ জানুয়ারির মধ্যে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খালেদার কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী এ ঘোষণা দেন।
তিনি বলেন, ২৪ জানুয়ারির মধ্যে অবরোধ প্রত্যাহার করা না হলে ২৫ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে।
একই কর্মসূচিতে অংশ নেওয়া মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি ফাতেমা জলিল সাথী ২৫ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী কঠোর কর্মসূচির ঘোষণা দেন। বাসে আগুন দিয়ে মানুষ মারার হুকুমের আসামি হিসেবে তাকে গ্রেফতারেরও দাবি জানান তিনি।
তাদের সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড ও গার্মেন্টস শ্রমকি সমন্বয় পরিষদও ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়।
পুলিশি বাধার মুখে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে যেতে না পেরে বাইরে রাস্তায় বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন তারা। তাদের কণ্ঠে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ধ্বণিত হয় ‘ভাত দে কাপড় দে’ স্লোগান।
বেঁধে দেওয়া সময়ে খালেদা জিয়াকে গ্রেফতার করা না করলে নিজেরাই তাকে কার্যালয় থেকে বের করে নিয়ে আসার হুমকি দেন ঘেরাওকারীরা। পরে পুলিশ তাদের গুলশান-২ নম্বর চত্বরের দিকে সরিয়ে দেয়।
ঘেরাওকারীদের অপর একটি দল জাতীয় প্রেসক্লাব থেকে খালেদা জিয়ার কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হলে পুলিশ তাদের শান্তিনগরের কাছে আটকে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, কূটনৈতিকপাড়ায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। তাই এখানে কোনো সভা সমাবেশ করতে দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫