ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে ছাত্রদল ও বিএনপি নেতাকে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, জানুয়ারি ২২, ২০১৫
ময়মনসিংহে ছাত্রদল ও বিএনপি নেতাকে আটক

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবায়েদ হোসেন শামীম মন্ডলকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

এরপর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়।

ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় গফরগাঁও বাসস্ট্যান্ড এলাকার সামনে থেকে সাদেক এবং পৌর এলাকা থেকে শামীমকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দাবি, ছাত্রলীগের ক্যাডাররা সাদেককে বেদম মারপিট করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, হরতাল-অবরোধে বিস্ফোরক ও গাড়ি ভাঙচুর মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।