ঢাকা: হরতাল-অবরোধ বন্ধের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে পৌঁছুতে না পেরে গুলশান-২ গোল চত্বরে অবস্থান নিয়েছেন শত শত গাড়ি চালক, প্রজন্মলীগ নেতাকর্মী ও খেটে খাওয়া বিভিন্ন সংগঠনের শ্রমিকরা।
খালেদাকে উদ্দেশ্য করে তারা বলছেন, আমাদের এভাবে আর কতোদিন অনাহারে অর্ধাহারে রাখবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে শ্রমিকরা খালেদা জিয়ার কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাদের গুলশান-২ নম্বরের দিকে হটিয়ে দেয়।
এর আগে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা একই দাবিতে গুলশানের দিকে রওনা হন।
প্রজন্মলীগ সভাপতি ফাতেমা জামান সাথী জানান, অবরোধ ও হরতাল বন্ধের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
একই কথা জানান গুলশানে জমায়েত হওয়া সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি ওয়াহেদুজ্জামান।
বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী বাংলানিউজকে বলেন, ২৪ জানুয়ারির মধ্যে হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়াকে গ্রেফতার করা না হলে ২৫ জানুয়ারি প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করা হবে।
এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার কার্যালয়ের বিপরীত দিকে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।
এদিকে পুলিশি বাধার মুখে কার্যালয়ের সামনে পৌঁছুতে না পেরে রাস্তাতেই অবস্থান নিয়েছেন খেটে খাওয়া নগরবাসীর ব্যানারে একদল শ্রমিক।
তারা কার্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে খালেদা ঝিয়াকে অবরোধ তুলে নেওয়ার দাবি জানান।
আব্দুল হালিম নামে এক নির্মাণ শ্রমিক বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে অবরোধ চলায় আমরা না খেয়ে অনাহারে অর্ধাহারে দিন পার করছি। কতোদিন আমরা আর না খেয়ে থাকবো। ম্যাডামের (খালেদা জিয়া) কাছে আমাদের দাবি একটাই তিনি যেন অবরোধ তুলে নেন।
শ্রমিকদের হাতে থাকা বিভিন্ন ফেস্টুনে লেখা মানুষ পোড়ানো বন্ধ, বোমাবাজি বন্ধ ও সন্তানের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, কূটনৈতিকপাড়ায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। তাই এখানে কোনো সভা সমাবেশ করতে দেওয়া হবে না।
এদিকে দুপুরে গুলশান জোনের এসি নুরুল আলম ঘটনাস্থলে এসে শ্রমিকদের সরিয়ে দিলে পরে তারা গুলশান-২ নম্বর চত্বরে অবস্থান নেন।
** খালেদার কার্যালয় ঘেরাওয়ে গাড়ি চালক ও প্রজন্মলীগ
** খালেদার কার্যালয় ঘেরাওয়ে যাচ্ছে গাড়ি চালক ও প্রজন্মলীগ
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫/আপডেট ১৩১০ ঘণ্টা