ঢাকা: সাহস থাকলে হরতাল-অবরোধ বাস্তবায়নে খালেদা জিয়াকে রাস্তার নেমে আসার চ্যালেঞ্জ দিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রকৌশলীরা এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।
প্রকৌশলীরা বলেন, আপনি (খালেদা জিয়া) হরতাল-অবরোধ দিয়ে এসি রুমে বসে আছেন। আপনার নেতারা বালিশ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আপনার দোসর জামায়াত-শিবির হরতাল-অবরোধের নামে মানুষ মারছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে। সাহস থাকলে আপনি রাস্তায় নামুন।
হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, নৈরাজ্য বন্ধ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস থেকে বিরত না থাকলে ডিপ্লোমা প্রকৌশলীরা রাস্তায় নেমে এর জবাব দেবে।
এ সময় তারা নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে গণহত্যা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের নিন্দা জানান।
মানববন্ধনে সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. সফি উল্যাহ, ছাত্র বিষয়ক সম্পাদক জামিল হোসেন রাশেদ, আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫