ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আশুলিয়ায় বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
আশুলিয়ায় বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আশুলিয়া (ঢাকা): ঢাকার আশুলিয়া ও কালিয়াকৈর এলাকার বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগের অভিযোগে আশুলিয়া থানায় মামলা হয়েছে (নং ৩২)।

দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ২০ তারিখ রাত ৮টার দিকে সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা-মহাসড়কের বাড়ইপাড়া জুম্মাঘড় মসজিদের সামনে পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা।



এই অভিযোগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাসমালিক আজিবর বাদী হয়ে এ মামলা মামলা দায়ের করেন।   

পুলিশ জানায়, ২০ জানুয়ারি রাত ৮টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের বাড়ইপাড়া জুম্মাঘড় মসজিদের সামনে নবীনগর থেকে ছেড়ে আসা পলাশ পরিবহনের একটি বাস কালিয়াকৈর যাওয়ার সময় বাড়ইপাড়ার জুম্মামসজিদের সামনে এসে পৌঁছায়।

এ সময় অবরোধকারীরা বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু এতে দুই যাত্রী আগুনে দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে গাড়ির মালিক আজিবর বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

পুলিশ জানায়, ২০ জানুয়ারি রাত ৮টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া জুম্মাঘর স্থানে পলাশ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-১৭০২) পৌঁছালে বাসে থাকা ৪/৫ জনের দুর্বৃত্তের একটি দল বাসটি থামাতে বলেন।

এ সময় মহাসড়কের পাশে আগে থেকেই ওঁৎ পেতে থাকা আরো ৪/৫ জন যুবক বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান। এতে করে বাসের দুই যাত্রী আগুনে দগ্ধ হন।

তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।