সাতক্ষীরা: নাশকতা সৃষ্টির দায়ে সাতক্ষীরা জেলা জামায়াতের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী এবং নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও সাবেক শিবির নেতা শরিফুল ইসলামকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন।
এর আগে সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকা থেকে নাশকতা সৃষ্টির দায়ে তাদের হাতেনাতে আটক করে পুলিশ।
এরা হলেন- সাতক্ষীরা শহরের মাছখোলা ঝুঁটিতলা এলাকার মৃত দ্বীন আলী সরদারের ছেলে সাতক্ষীরা জেলা জামায়াতের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী ও জেলার ডুমুরতলা গ্রামের খান জয়নাল আবেদীনের ছেলে নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও সাবেক শিবির নেতা শরিফুল ইসলাম।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিবির নেতা শরিফুল ইসলাম হত্যা মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫