ঢাকা: টকশোতে অংশগ্রহণকারী সরকার বিরোধী সমালোচকদের ‘ভুলধরা পার্টি’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে কিছু লোক আছে, যারা ফকিরকে এক টাকাও দেন না। রাত ১২টার পর সরব হন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মতিঝিলে বক চত্বরের সামনে এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
হরতাল-অবরোধের নামে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী রাজনীতির প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এ সমাবেশ আয়োজন করে।
এ সময় হাছান মাহমুদ বলেন, আমি সবার কথা বলছি না। কেউ কেউ ভালো কথাও বলেন।
২০ দলীয় জোট এখন বিষধর সাপ উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া তাকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য মানুষকে জিম্মি করছেন। তিনি ও তার নেতারা বাড়িতে আয়েশ করছেন, আর অবরোধে মানুষের দুর্ভোগ পোহাতে হয়। মানুষ আজ বিভিন্ন ব্যানারে তার অফিস ঘেরাও করছে। আগামীতে হাজার হাজার মানুষ তাকে ঘেরাও করবে।
এ সময় হাছান মাহমুদ দলীয় নেতা-কর্মীদের সতর্ক থেকে বিএনপি জামায়াতকে প্রতিহত করার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি শাসছুল আলম বকুলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক আযম খসরু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫