ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় ২ যুবদল কর্মীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, জানুয়ারি ২২, ২০১৫
বগুড়ায় ২ যুবদল কর্মীর কারাদণ্ড

বগুড়া: বগুড়া শহরে ককটেলসহ আটক দুই যুবদল কর্মীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান দণ্ডবিধির ৩৫৩ ধারায় এই আদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলা শহরের ফুলবাড়ী কারিগর পাড়ার মোস্তফা আলী মিঠু (২৩) ও নিতু সরকার (২৬)।

বেলা পৌনে দুইটার দিকে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্তরা যুবদলের সক্রিয় কর্মী।

গাজিউর রহমান বলেন, বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে টহল পুলিশ শহরের ফুলবাড়ী সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের কাছ থেকে দুটি ককটেলসহ তাদের আটক করে।

পরে আটকৃতদের গ্রেফতার দেখিয়ে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত দণ্ডবিধির ৩৫৩ ধারায় মিঠু ও নিতুকে পৃথকভাবে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।