রাজশাহী: রাজশাহীতে দিনে-দুপুরে পণ্যবাহী ট্রাকবহরে পেট্রোল বোমা ও হাতবোমার হামলা চালিয়েছে মুখোশধারীরা। এ সময় কমপক্ষে একটি পেট্রোল বোমা ও ৮ থেকে ১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
বোমার আঘাতে মহানগরীর কাদিরগঞ্জ এলাকার উত্তরণ প্রেসের সার্টারগেট ফুটো হয়ে গেছে ও শোরুমের কাচ ভেঙে গেছে। এছাড়া স্পিøন্টারের আঘাতে কাজিম (২৫), তার বড় ভাই মাসিম (৪০) নামের দুই প্রেস কর্মচারী ও উপশহর এলাকা আবদুর রশিদ (৩৮) গুরুতর আহত হন। আহতদের মধ্যে কাজিম ও মাসিমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে মহানগরীর বর্ণালীর মোড় থেকে কাদিরগঞ্জ দড়িখরবোনা মোড় পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকা দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রহরায় পণ্যবাহী ট্রাকবহর অতিক্রমের সময় মুখোশধারী ক্যাডাররা মুহূর্তের মধ্যেই ৮ থেকে ১০টি বোমা ছুড়ে মারে। এ সময় একটি পেট্রোল বোমাও নিক্ষেপ করা হয়।
হামলার পর দড়িখরবোনা মোড়ের দুইটি চায়ের দোকান ভাঙচুর করে ও আশা নামের একটি সেলুনের চেয়ার পুড়িয়ে দেয়। ট্রাক বহরের সামনে থাকা বিজিবি, র্যাব ও পুলিশ আসতে আসতে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় ট্রাকবহরটি দ্রুত ওই এলাকা ছেড়ে যায়।
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হামলার পরপরই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় র্যাব বা বিজিবির কোনো সদস্য বা ট্রাকবহরে থাকা কেউ আহত হয়নি। হামলাকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের আটকের জন্য বর্তমানে ওই এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫