সিলেট: চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সিলেটের মদনমোহন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা পৌনে ২টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
ক্যাম্পাস সূত্র জানায়, স্বরস্বতী পুজা উপলক্ষ্যে ক্যাম্পাসে চাঁদা আদায়কে কেন্দ্র করে ছাত্রলীগের অরুন দেবনাথ সাগর ও বিপ্লব-রুমেল গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কাটাকাটি হয়। বহিরাগত বিপ্লব ও রুমেল গ্রুপ সাগর গ্রুপের নেতাকর্মীদের কাছে এসে চাঁদার ভাগ দাবি করে। এ নিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে উভয় গ্রুপের অন্তত ৩ জন কর্মী আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী রাজেশসহ উভয় গ্রুপের তিন জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) সাজ্জাদুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫