জামালপুর: খালেদার ডাকা হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখান করেছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মন্তব্য করেন।
তিনি বলেন, খালেদা এখন আর ধর্মও মানে না। ঈদ-ই-মিলাদুন্নবী ও মুসুলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতামা চলাকালে হরতাল -অবরোধ দিয়েছেন। কিন্তু তার এ অবরোধ ও হরতাল কেউ সমর্থন করেনি।
তিনি আরও বলেন, খালেদা এখন একা, তার আসে পাশে কেউ নেই। হরতালে এখন আর বিএনপি নেতাকর্মীদের দেখা পাওয়া যায় না। খুনিদের দিয়ে টাকার বিনিময়ে গাড়িতে পেট্রল বোমা মেরে মানুষকে হত্যা করার ষড়যন্ত্র করছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, মাহাজাবিন খালেদ বেবি এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহামেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু জাফর মোহাম্মদ শীশা, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫