বগুড়া: জনগণের সাধ্য ও মতামতকে উপক্ষো করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালেই কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গণসংহতি আন্দোলন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বগুড়ার সাতমাথায় সকাল ১১টার দিকে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন।
এ সময় উন্নয়ন খাতে জনগণের টাকার হিসাবও চেয়েছেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়ভাবে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বাজারে পেট্রোলসহ অন্যান্য জ্বালানি তেলের দাম যথেষ্ট কম থাকা সত্ত্বেও বাংলাদেশে এর দাম কমানো হচ্ছে না।
সমাবেশে বক্তারা কুইক রেন্টাল পদ্ধতি বাতিল, রাষ্ট্রীয় বিদ্যুৎপ্ল্যান্ট মেরামত ও নবায়ন, দীর্ঘ মেয়াদে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরিকল্পনা প্রণয়ন ও প্রতিষ্ঠান নির্মাণ, এশিয়া এনার্জিকে বহিষ্কার, ফুলবাড়ী চুক্তি বাতিল, ‘রামপাল বিদ্যুৎ প্রকল্প’ বাতিল ও গ্যাস-কয়লা লুণ্ঠনের ষড়যন্ত্র বন্ধ করে এর সঙ্গে জড়িতদের বিচারও দাবি করে সংগঠনটি।
সংগঠনের জেলা সংগঠক আব্দুর রশিদের সভাপতিত্বে ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদিক রেজা, গণসংহতি আন্দোলনের নেতা আব্দুল মান্নান সাহাবুদ্দিন সোহেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫