রংপুর: সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নগরীতে র্যালি ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর জেলা শাখার সভাপতি আহসানুল আরেফিন তিতুর সভাপতিত্বে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্রফ্রন্ট রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রোকনুজ্জামান রোকন, কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসি, রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এখন সমস্ত পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে শিক্ষার নৈতিক ভিত্তি ধ্বংস করা হচ্ছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকলে মেধার মূল্যায়ন ব্যাহত হবে এবং কোমলমতি শিশু-কিশোরদের অনৈতিক কাজের দিকে ঠেলে দেয়া হবে। এসএসসি পরীক্ষার পূর্বেই প্রশ্নফাঁস বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। নেতৃবৃন্দ অবিলম্বে রংপুরে ভর্তি সংকট নিরসনে রংপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি এবং কলেজ শাখা চালুর দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫