বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া ও আগৈলঝাড়া উপজেলায় পৃথক অভিযানে থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সভাপতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- বরিশাল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বাবুগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হোসেন আকন (২৭), আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি আলী হোসেন ভুঁইয়া স্বপন ও উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের জাহাঙ্গীর বেপারীর ছেলে বিএনপি কর্মী শাহাদাৎ বেপারী।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার আজাদ রহমান লিখিত বার্তায় জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন সোনালী আইসক্রিম মোড় থেকে আকনকে গ্রেফতার করা হয়।
আকন বরিশাল নগরীর চাঞ্চল্যকর জিতু হত্যা মামলার আসামি। এছাড়া, বরিশাল বিমানবন্দর, কাউনিয়া ও মডেল থানা বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।
এদিকে, অবরোধে বরিশালের আগৈলঝাড়ায় বিআরটিসির বাস পোড়ানো মামলায় উপজেলা যুবদল সভাপতি আলী হোসেনকে বেলুহার গ্রাম থেকে আটক করা হয়। এছাড়া, বিএনপি কর্মী শাহাদাৎ বেপারীকে রাতে আটক করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার দুইজনকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫