বগুড়া: বগুড়ায় বিএনপি নেতৃত্বাধীন স্থানীয় ২০ জোটের ডাকা ২৪ ঘন্টার হরতাল চলাকালে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকচালক ও তার সহযোগীসহ ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন।
দগ্ধদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার দিকে বগুড়া জেলা সদরের নুনগোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-পিরোজপুর জেলার মৃত হারুন অর রশিদের ছেলে ট্রাক চালক টিটন (৪০), তার সহযোগী আব্দুর রহিম (৩২) ও ফার্নিচারের মালিক মো: সাজু মিয়া (৪২)।
পুলিশ সূত্র জানিয়েছে, রাত সোয়া ৮ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নামুজা থেকে ফার্নিচারবাহী একটি ট্রাক বগুড়া শহরের দিকে যাচ্ছিল। ট্রাকটি নুনগোলা এলাকায় পৌছলে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে তিনজন দগ্ধ হন। এসময় দু’টি ককটেলও বিস্ফোরণ ঘটানো হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৫