ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিক দলগুলোকে সংযম দেখানোর আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
রাজনৈতিক দলগুলোকে সংযম দেখানোর আহ্বান

ঢাকা: বাংলাদেশের সব রাজনৈতিক দলকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দল।

দেশের চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে প্রতিনিধি দলের প্রধান জ্যঁ ল্যাম্বার্ট বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে এ আহ্বান জানান।


 
এছাড়া সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে ল্যাম্বার্ট বলেন, সরকার ও বিরোধী দল- সবার কাছেই আমাদের এ প্রত্যাশা, যার এখনও অভাব লক্ষ্য করা যাচ্ছে।

ল্যাম্বার্ট বলেন, সব রাজনৈতিক দলকেই জনগণের অবাধ চলাফেরা, সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যত যাতে আরও বিপদের মুখে না পড়ে তা নিশ্চিত করতে দলগুলোকে আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে প্রকৃত সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।

৫ জানুয়ারি সমাবেশ করতে না পারায় ৬ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে দেশে লাগাতার অবরোধ চলছে।

এদিকে, অবরোধের সমর্থনে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। চলছে বোমাবাজিসহ নানা সহিংসতা। এতে অবরোধে এ পর্যন্ত (৬-২২ জানুয়ারি) অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।
 
এ পরিস্থিতিতে জাতিসংঘসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উদ্বেগ প্রকাশ করে দ্রুত রাজনৈতিক সমাধান আশা করছে।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।