ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

লাভটুকু আসমারই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৫, জানুয়ারি ২৩, ২০১৫
লাভটুকু আসমারই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘যাও, তোমারই লাভ হইলো! নাকিরে আসমা? এক সপ্তাহ আর বাজার লাগবে না তোমার!’ দ্রুত হাতে দুই বস্তা সবজি কুড়িয়ে নেওয়া আসমাকে পাশের বাড়ির গেটম্যানের টিপ্পনি এটা।  

যদিও সেদিকে খেয়াল নেই আসমা আক্তারের।

রাস্তায় পড়ে থাকা সবজি বস্তায় তড়িঘড়ি তুলে নিচ্ছেন তিনি। পাছে কোনো গাড়ি এসে থেতলে দেয় তাজা সবজি- সেই ভয়ে দ্রুত হাত চলে তার। দুই বস্তা সবজি কয়েক মিনিটেই বস্তাবন্দি, আর মুখে তার সরল হাসি।    
 
এই চিত্র বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বিএনপি প্রধানের গুলশান কার্যালয়ের অদূরের। নিজ কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়ার প্রতি অবরোধ তুলে নেওয়ার দাবি নিয়ে আসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিভিন্ন কাঁচাবাজারের সবজি বিক্রেতারা ফুলকপি, লাউ, টমোটো নিয়ে অভিনব কায়দায় মিছিল করতে করতে সেখানে আসেন।
 
পুলিশের বাধার মুখে রাস্তায় দাঁড়িয়ে নিজেদের দুঃখের কথা, লোকসানের কথা জানান মিডিয়া কর্মীদের। একসময় ফিরে যান। তারা যাওয়ার পরেই রাস্তায় বেশকিছু সবজি পড়ে থাকতে দেখা যায়। সবজিগুলো হয়তো তারাই ফেলে গেছেন, কিংবা তাদের হাত থেকে পড়ে গেছে ধাক্কাধাক্কিতে।  

নতুন বাজারের আসমা আক্তার ছিলেন রাস্তার পাশেই। দ্রুত দু’টি বস্তা নিয়ে এলেন কোথা থেকে। শুরু হয় সবজি কুড়ানো। তাকে সহযোগিতা করছিলেন দু’জন আত্মীয়।
 
ছবি তুলতে দেখে আত্মীয়রা দূরে সরে যান। আসমাও বলে ওঠেন, হায়, হায়, ছবি তুইললে সবাইতো দেখবো! পুরান শাড়ি পিন্দনে!
কৌতূহলে আরেকটু এগিয়ে গেলে প্রশ্নের আগেই আসমার উত্তর, এখন খালেদা সবার কাছে খারাব, ক্ষমতায় গেলে আবার বালো কইবো। এডাই দুনিয়ার নিয়ম। যাই হইক, সবজি আনো, নইলে কুদাল, তাতে আমার কী!
 
আর কথা বলতে চাইলেন না তিনি। বস্তার ভারে খুড়িয়ে চলা আসমার সবটুকু আগ্রহ তখন সবজির যত্নে।
 
বাংলাদেশ সময়: ০২১০ ঘন্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।