ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

সলঙ্গা ছাত্রলীগ কার্যালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, জানুয়ারি ২৩, ২০১৫
সলঙ্গা ছাত্রলীগ কার্যালয়ে আগুন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বত্তরা।

বৃহস্পতিবার (২২ জানুয়াররি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার জন্য জামায়াত-বিএনপিকে দায়ী করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর সলঙ্গা থানা ছাত্রলীগের কার্যালয় বন্ধ করে নেতাকর্মীরা বাড়ি চলে যায়। রাতে কার্যালয়ের পেছনের জানালা দিয়ে পেট্রো ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে অফিস কক্ষে। এতে অফিসের আসবাপত্র পুড়ে যায়। খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীসহ স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।

সলঙ্গা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা এ ঘটনার জন্য ২০ দলীয় জোটের নেতাকর্মীদের দায়ী করেছেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।