ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিএনপির পেইড সংগঠন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, জানুয়ারি ২৩, ২০১৫
‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিএনপির পেইড সংগঠন’ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

ঢাকা: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিএনপির একটি পেইড (বেতনভুক্ত) সংগঠন।

কারণ হিসেবে তিনি বলেছেন, তারা (অ্যামনেস্টি) সরকারকে উপদেশ দিচ্ছে।

কিন্তু বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো বক্তব্য দিচ্ছে না।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

রাজনীতির নামে জ্বালাও, পোড়াও, নৈরাজ্যের সৃষ্টি ও বিশ্ব ইজতেমাকে পিকনিকের সঙ্গে তুলনা করার প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি।

বিএনপির সঙ্গে আলোচনা নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, যারা আন্দোলনের নামে যারা মানুষ পুড়িয়ে হত্যা করছে, তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।

তবে আলোচনায় বসার শর্ত হিসেবে তিনি বিএনপিকে সন্ত্রাস বন্ধের আহ্বান জানান।

বাসে-গাড়িতে আগুন-পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদ জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, পশু ছাড়া এত নির্মম কাজ আর কেউ করতে পারে না। বিএনপি ধংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদেরকেই ধংস করছে।

বিএপনপি নেতাদের  প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপিতে অনেক শুভবুদ্ধির নেতা আছেন।   খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও জামায়াত যেসব কর্মকাণ্ড চালাচ্ছে, এ জন্য বিএনপিকে পরিত্যাগ করেন।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন মো. আখতারুজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মো. আমিনুল ইসলাম, মুফতি শহিদুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।